আসসালামু আলাইকুম,
গত কিছুদিন আগে আমাদের নতুন সেবা “খিদমাহ বিট তিজারাহ” চালু হয়; যেখান থেকে সদস্যগণ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে বাকীতে, অত:পর ১০ মাসে দশটি কিস্তির মাধ্যমে মূল্য পরিশোধ করার সুজোগ থাকবে। বিস্তারিত নীতিমালা এখানে (এখানে ক্লিক করুন) ।
এই ব্যবসায় আপনাদের আগ্রহ প্রশংসনীয়, এই পর্যন্ত তিনটি ফোন বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এই সেবার আওতায় পণ্য কেনার বিস্তারিত এই পোস্টে লিখা হবে।
আবেদনের পদ্ধতিঃ
১। প্রথমত এই ব্যবসার নীতিমালা পড়ে নিন।
২। এবার এই পোস্টের নিচে একটি কমেন্টে আপনার আবেদনটি লিখুন।
(***অবশ্যই পণ্যের নাম ও সম্ভাব্য দাম উল্লেখ করবেন)।
৩। সমিতির পক্ষ হতে আপনার ব্যবসাটি রেজিষ্ট্রেশন হবে; এবং পণ্যটি কিনে দেয়ার সম্ভাব্য একটি তারিখ দেয়া হবে।
এভাবে অতি সহজেই ক্রমানুসারে আমরা প্রতিটি ক্ষুদ্র ব্যবসা সম্পন্ন করতে পারব ইনশাআল্লাহ।।
ফেইসবুক লিংক পেতে: এখানে ক্লিক করুন।
Pingback: লাভজনক মুরাবাহা ব্যবসা (লাভে বিক্রি*) - আল-আমানাহ