Skip to content
Home » Blog » নাম পরিবর্তন

নাম পরিবর্তন

আল-আমানাহ ও মুনাজ্জামাতুল আসদিক্বাকে সমন্বয় করা হচ্ছেو
কারণগুলো নিচে দেয়া হলোঃঃ
একو হিসাব ঠিক রাখা কঠিন হচ্ছেو
দুইو একই মানুষ দুই জায়গায় টাকা পাঠালে বুঝা মুশকিল হয়ে যায়,
তিনو খরচ থেকে শুরু করে সকল হিসাব আলাদা করতে হয়, যা কঠিন কাজ।
তাই হিসাবের ঝামেলার কারনে দুটি পদ্ধতিকে একত্রে করা হচ্ছে,
দুটির মধ্যে আল-আমানাহ নামটিকে বাছাই করা হয়েছে কারণ মুনাজ্জামাতুল আসদিক্বা নামটি সাধারণ মানুষ উচ্চারণ করতে পারে না।
তবে নামটি ফাইনাল হবে সরকারী রেজিঃ হওয়ার পর, কারণ অনেক সময় সরকারী ভাবে অনেক নামে নিষেধাজ্ঞা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *