মুয়ামালাত – ১০০%
আখলাক্ব – ১০০%
আমানত – ১০০%
আমরা এই বিষয়টি বিশ্বাস করি যে, আমরা সকলেই নীতিমালার যথাযথ মূল্যায়ন করি ও কখনোই তার লংঘন করি না। তবু্ও পরিবেশ সুন্দর করার জন্য এবং সব কিছু নীতিমালার আওতায় আনার জন্য এই নিয়মগুলোও লিপিবদ্ধ করা হলো।
সকল সেবায় আলাদা আলাদা নীতিমালা রয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, প্রত্যেকটি নীতি লংঘনের একটি ব্যাড পয়েন্ট রয়েছে।
যখনই কেউ কোন নীতিমালা লংঘন করেন তখনই তার নামের পাশে পয়েন্টগুলো কমতে থাকবে।
আমরা পয়েন্টগুলো তিনভাগে ভাগ করেছি,
১। মুয়ামালাত,
২। আখলাক্ব,
৩। আমানাত।
প্রত্যেকটি বিষয়ের উপর ১০০% করে পয়েন্ট দেয়া থাকবে। আমাদের নীতি লংঘনের ভিত্তিতে আস্তেফ আস্তে পয়েন্টগুলো কমতে থাকবে।
উল্লেখ করে দেয়া হচ্ছে কোন্ ধরনের নীতি লংঘনে কোন্ পয়েন্ট কর্তন হবে,
১. মুয়ামালাতঃ এই পয়েন্ট টাকার সাথে সম্পৃক্ত, তার লেনদেনে গড়িমসি করলে এই পয়েন্ট কমতে থাকবে, যেমন, দেরিতে চাঁদা দেয়া, মেয়াদ উত্তীর্ণ হলে ঋণ বা ব্যবসার টাকা পরিশোধ করা। এগুলোর দ্বারা পয়েন্ট কমতে থাকবে।
২. আখলাক্বঃ এটার সম্পর্ক হলো আচার-আচরণের সাথে। কেউ কারো সাথে খারাপ ব্যবহার করলে এই পয়েন্টগুলো কমতে থাকবে।
৩. আমানাতঃ এর সম্পর্ক হলো এমন বিষয়ের সাথে যা নীতিমালায় উল্লেখ নেই কিন্তু সমিতির কল্যাণের লক্ষে করা উচিৎ না অনুচিত। এই সকল বিষয়ে সমিতির কোন অকল্যাণ হলে এই পয়েন্ট কমতে থাকবে।
পরবর্তীতে কোন অফার বা বিশেষ সেবা নেয়ার ক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো লক্ষ করা হবে।
অনেক সময় এমন বলা হবে যে এই সেবা শুধু তারাই গ্রহণ করতে পারবে যাদের মুয়ামালাত ৯০% এর উপরে থাকবে।
এই পয়েন্টের ব্যাপারে সাধারণ কোন ঘোষণা হবে না, তবে যার পয়েন্ট কমবে তাকে জানানো হবে যেন সে সতর্ক হতে পারে।