Skip to content
Home » Blog » মিটিং – প্রথম

মিটিং – প্রথম

২য় অধিবেশনের ১ম মিটিং

স্থান: কালিয়াকৈর, গাজীপুর, মুফতি ফরিদ সাহেবের মাদরাসায়

সময়: ২১শে জানুয়ারী ২০২২, রোজ শুক্রবার সন্ধ্যা ০৬:০০ টা হতে রাত ০৯:০০ পর্যন্ত

অতিথীবৃন্দ(স্থায়ী কমিটি ও কার্যকরী কমিটি):
মুফতি জাহিদুল ইসলাম, সভাপতি, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি মাহবুব আলম, সহ-সভাপতি, মুনাজ্জামাতুল আসদিক্বা (অনুপস্থিত)
মুফতি আলমগীর আমীর, সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি ফরিদুদ্দীন, সহযোগী সম্পদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ, মুনাজ্জামাতুল আসদিক্বা (অনুপস্থিত)
মুফতি রাকিবুল ইসলাম, ব্যবসা সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি আঃ রউফ, সহযোগী ব্যবসা সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মাওলানা ফয়জুল্লাহ মাসুম, উন্নয়ন সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি নাসিরুদ্দীন, শরীয়াহ সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা (অনুপস্থিত)
মোমেনুল হাসান খান জনি, সহযোগী ব্যবসা সম্পাদক, মুনাজ্জামাতুল আসদিক্বা
মুফতি মাহবুবুর রহমান, সহযোগী কোষাদক্ষ, মুনাজ্জামাতুল আসদিক্বা (অনুপস্থিত)
মুফতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য প্রতিনিধি, মুনাজ্জামাতুল আসদিক্বা

সিদ্ধান্ত সমূহ-

সিদ্ধান্ত – ১
বিলম্বে সঞ্চয় গ্রহনের শীথিলতা পরিহার করে ৩ মাসের বেশি বাকিতে জরিমানা কার্যকর করা হবে ইনশাআল্লাহ।

সিদ্ধান্ত – ২
“ঋণ সেবা চালু” বাস্তবায়ন করা হয়েছে। ১ মাসের জন্য সর্বোচ্চ ২ হাজার টাকা প্রতি জনে (শেয়ার হিসাবে নয়, লোক হিসেবে), সবার জন্য সর্বমোট টাকার পরিমান ৩০ হাজার। এই টাকা শেষ হয়ে গেলে উক্ত টাকা ফিরে আসার আগ পর্যন্ত আর টাকা দেয়া হবে না। **বিস্তারিত নীতিমালায়**

সিদ্ধান্ত – ৩
প্রতি শাওয়াল মাসের ১০ তারিখের ভিতরে প্রতি শেয়ারে ১০০০ এককালীন পরিশোধ করতে হবে।

সিদ্ধান্ত – ৪
এখন থেকে সকল হিসাব ইংরেজি বছর অনুযায়ী হবে ইনশাআল্লাহ। তাই বছর সমাপ্ত ও শুরু আমরা ইংরেজি মাসের হিসেবে ধরবো সকলের সুবিধার্থে।

সিদ্ধান্ত – ৫
সমিতিকে সরকারী রেজি. এর আওতায় আনা হবে অতি দ্রুত। ইনশাআল্লাহ আগামী ৩ মাসের ভিতরে আমরা বাংলাদেশের সরকারী রেজিষ্ট্রিকৃত সমাবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারব।

সিদ্ধান্ত – ৬
সকল সদস্যের সম্মেলন অনুষ্ঠান করণ।
আগামী ১ বছরের মাঝে সকল সদস্যের মিটিং করা হবে ইনশাআল্লাহ। এটা সমিতির সরকারী করনের অপেক্ষায় থাকতে হবে। তারপর ইনশাআল্লাহ দ্রুত আমরা মিটিং করতে পারব।

সিদ্ধান্ত – ৭
সমিতিকে সম্প্রসারিত করা হবে। অর্থাৎ এমন ব্যবস্থা পদ্ধতি বের করা হবে যার দ্বারা নতুন কেউ যে কোন সময় পূর্বের টাকা পরিশোধ না করেই নির্ধারিত সময়ের জন্য সদস্যতা গ্রহন করতে পারবে। লভ্যাংশ তার জমাকৃত টাকার হার অনুপাতে পাবে। এর জন্য প্রস্তুতি চলছে, অতিদ্রুত বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান শেয়ার প্রায় ৮০টি, আগামী ২০২৩ সাল পর্যন্ত আমাদের টার্গেট ২০০টি শেয়ার।তবে শুরু হতে যারা শেয়ার থাকবেন তাদের আলাদা একটি মূল্যায়ন থাকবে ইনশাআল্লাহ।

সিদ্ধান্ত – ৮
আমাদের সকল হিসাব অনলাইন করে দেয়া হবে। আমাদের নিজস্ব এপ থাকবে প্লে স্টোরে। এতে করে আপনি এপ থেকে আপনার নামে প্রবেশ করে পাসওয়ার্ড দিয়ে আপনার হিসাবের খুটিনাটি সব দেখতে পারবেন। (এ বিষয়ে বিস্তারিত তথ্য আসবে দ্রুতই)

সিদ্ধান্ত – ৯
সমিতি নিজেই নিজের সমিতির মালিক ঘোষণা করা হয়েছে। এর ফলে সকল লভ্যাংশের 15% সমিতি নিজে গ্রহন করবে। এর থেকে সমিতির উন্নয়ন মূলক কাজ করা হবে। অতপর বাকী অংশ সমিতি সমাপ্ত ঘোষনা করার সময় সদস্যগণ পাবেন।(এ বিষয়ে বিস্তারিত অতি শীগ্রই আলোচনা আসবে)

যে কোন বিষয়ে আপনার মতামত অতিগুরুত্বপূর্ণ। তাই কোন চিন্তা ছাড়াই মন্তব্য করুন। আপনার একটি মন্তব্য হতে পারে আগামীর পাথেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *