লাইভে ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মুফতি আলমগীর আমির
লাইভে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে,
০১। সদস্য দেয়ার জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন।
– আপনাদের প্রচেষ্টা,
– আলহামদুলিল্লাহ আমরা সফল
– ১০০+ শেয়ার
– শেয়ার নেয়া বন্ধ করার পরেও অনেক আবেদন,
– এপ্রিল মাস জুড়ে আবারও শেয়ার নেয়া হবে
– অবতিনি স্থা,
– এ মাসেই আলহামদুলিল্লাহ দুটি ব্যবসা ফাইনাল হয়েছে আল আমানাহর টাকা থেকে, প্রায় লাখ টাকার ব্যবসা।
—————————————
০২। আমাদের সমিতির নিরাপত্তা বিষয়ক বিশ্লেশন,
– আমরা এখন পর্যন্ত সমিতির সেইফটি যেভাবে মূল্যায়ন করে আসছি,
১। এপের মাধ্যমে সরাসরি হিসাব আপডেট,
২। দু ধরনের হিসাব ব্যবস্থা একজন খাতায় লেখে আরেকজন অনলাইনে লেখে,
৩। তৃতীয় আরেকজন এগুলো পর্যাবেক্ষণ করে,
৪। কেবল মুরাবাহার অনুমোদন, অন্যান্য ব্যবসায় সীমিত করণ,
৫। একটি ব্যবসায় সমিতির মূলধনের সর্বোচ্চ ২০ পার্সেন্ট ইনভেস্ট করার অনুমতি রয়েছে,
-প্রস্তাবিত সেইফটি প্রটেক্ট পদক্ষেপ,
৬। সরকারী রেজিঃ করণ,
৭। স্বতন্ত্র সেইফটি সিকিউরিটি বিভাগ, যাদের দায়িত্ব থাকবে সমিতি কোন ভাবে ঝুকির সম্মুখীন হয় কি না সে চিন্তা করে কার্যকারী কমিটি কে জানানো।
*** অর্থনৈতিক কাজে সবচে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থাপাটি হলো হারাম থেকে বেচে থাকার ব্যবস্থাপনা।
এজন্য আমরা আমাদের জায়গা থেকে যথাযথ সতর্কতা অবলম্বন করে আসছি।
তারপরও লিখিত অনুমোদনের জন্য আমরা ঢাকার একটি স্বনামধন্য ইফতা বিভাগের স্বরণাপন্ন হয়েছি, তাদেরকে আমাদের যাবতীয় তথ্য দিতে হচ্ছে, তারা সেগুলো যাচাই করে লিখিত অনুমোদন দিবেন, কোন নীতিমালায় পরিবর্তন প্রয়োজন হলে সেটাও আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ।
—————————————
০৩। দারুল ঈমান এখন আল-আমানাহ সমিতির একটি প্রতিষ্ঠান, (মোট শেয়ার ৬৫টি, ১২ টি শেয়ার ক্রয় করেছেন)
যে জন্য দারুল ঈমান টঙ্গী – Darul Iman Tongi এর মতো একটি অফিস প্রয়োজন ছিল,
-ঢাকায় অফিসের চাহিদা,
-চুক্তি ও সাক্ষাতের জন্য,
-কাউকে পরিচয় বা ঠিকানা দেয়ার জন্য,
-কোন অনুষ্ঠান বা মিলনমেলার জন্য,
-বর্তমানে ভাড়া দিয়ে অফিস নেয়া সম্ভব নয়,
-বিকল্প হিসেবে ব্যবহার করব দারুল ঈমান কে।
—————————————
০৪। দারুল ঈমান কে সমিতির অস্থায়ী অফিস হিসেবে নির্ধারণ করা,
-সমিতি বা ব্যংক থেকে টাকা নেয়ার জন্য কত কষ্ট করতে হয়,
-তাই এখন থেকে অফিসিয়াল কাজ আমরা সমিতির অফিসে বসেই করব ইনশাআল্লাহ।
– সে ভিত্তিতে ১ম ঘোষণাঃ ৫০ হাজার বা তার উর্ধে সকল চুক্তি আমাদের সমিতির নিজস্ব অফিস দারুল ঈমান টঙ্গীতে স্টেম্পের মাধ্যমে করা হবে।
—————————————-
০৫। আল-আমানাহ ও মুনাজ্জামাতুল আসদিক্বার সমন্বয়।
কারণগুলো নিচে দেয়া হলোঃ
– হিসাব ঠিক রাখা কঠিন,
– একই মানুষ দুই জায়গায় টাকা পাঠালে বুঝা মুশকিল হয়ে যায়,
– খরচ থেকে শুরু করে সকল হিসাব আলাদা করতে হয়, যা কঠিন কাজ।
– তাই হিসাবের ঝামেলার কারনে দুটি পদ্ধতিকে একত্রে করা হচ্ছে,
– দুটির মধ্যে আল-আমানাহ নামটিকে বাছাই করা হয়েছে কারণ মুনাজ্জামাতুল আসদিক্বা নামটি সাধারণ মানুষ উচ্চারণ করতে পারে না।
– তবে নামটি ফাইনাল হবে সরকারী রেজিঃ হওয়ার পর, কারণ অনেক সময় সরকারী ভাবে অনেক নামে নিষেধাজ্ঞা থাকে।
——————————————
০৬। সফটওয়্যার,
– চলে আসার কথা ছিল, কিন্তু দুই সমিতি একত্রে করার কারণে কাজ অনেক বেড়ে গেছে, তার একটু সময় লাগছে।
– ইনশাআল্লাহ এ মাসের মাঝেই আমরা নিজেদের হিসাব অনলাইনে দেখতে পাব।
——————————————-
০৭। যারা আল-আমানাহ তে সবচে বেশি ভূমিকা রেখেছেন তাদের জন্য পুরষ্কার ঘোষনা, [ইমরান মাহমুদ ও আকরাম ময়মনসিংহ]
——————————————-
০৮। ঈদজুড়ে যে অফার চলবে,
– ভর্তি ফি লাগছে না,
– ব্যবসা উপস্থিত টাকা দেয়ার পর ১ মাসের মাঝে লভ্যাংশ হাতে পাবেন।
– আমরা এখন ৮৪ জন সদস্য আছি, আগে ছিলাম ৪৫ জন, তো ৪৫ জনে যদি ১০০+ নতুন শেয়ার যুগ করতে পারে তাহলে ৮৪ জনে ২০০+ যুগ করার কথা।
– এক এক জন মাত্র ৫টি করে শেয়ার দিবেন, আবেদন থাকল।