প্রযুক্তির যুগ। সকলের হাতে স্মার্ট ফোন। আমরাও চাই তার সাথে তাল মিলিয়ে নিজেদের জীবন ব্যবস্থাকে সহজ করা। আমরা নিয়মিত প্রযুক্তিকে মূল্যায়ন করি ফলে আমাদের সমিতির পুুরো লেনদেন হচ্ছে ফেইসবুকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ অনেকেই শুকরিয়া আদায় করেছে যে ফেইসবুকে লেনদেন হওয়ার ফলে অনেক সুবিধা হয়েছে। সব কিছু চোখের সামনে চলে আসছে। যে কোন ঘোষণা সহজেই পাওয়া যায়। সেই ব্যবস্থাপনা অব্যাহত রেখে আমাদের নতুন আয়োজন হলো ওয়েব সাইট নিয়ে।
ওয়েবসাইটে কি থাকবে?
- ওয়েবসাইটটিতে সমিতি সম্পর্কে পরিচিতি থাকবে।
- কি ধরনের ব্যবসা করে থাকি তা দেয়া থাকবে, তার কিছু পরিচয় থাকবে যেন মানুষ বুঝতে পারে।
- সমিতির স্থায়ী কমিটির লিস্ট থাকবে যোগাযোগের ঠিকানা সহ যেন যে কোন বিষয়ে সরাসরি ফোন করে জেনে নেয়া সহজ হয়।
- সকল সদস্যদেরকে এক সাথে একত্রে দেখা যাবে।
- ঘোষণা ও খবরগুলো এক সাথে প্রকাশ করা হবে।
- আমাদের উল্লেখযোগ্য প্রকল্পগুলো দেয়া থাকবে যেন সবাই দেখতে পারে।
- ব্যবসা করতে চাইলে তার জন্য আবেদনের জয়গা থাকবে।
আপাতত আমাদরে সমিতির আর্থিক কার্যক্রমের কোন বিবরণ ওয়েবসাইটে দেয়া হবে না। এই সীস্টেমটা ডেভেলপ করতে আমাদের অনেক খরচ হবে, তাই আপাতত এটার মাঝে খরচ করা প্রয়োজন মনে করা হচ্ছে না। তবে খুব জলদিই যুক্ত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।