Skip to content

আমাদের পরিচয়

১২ বছরের অভিজ্ঞতা,

সূচনাঃ
২০০৯ সালে গাজিপুরে বসুন্ধরা রিসার্স সেন্টার কর্তৃক পরিচালিত আশরাফিয়া মাদরাসায় কেবল মাত্র শিক্ষার্থীদের কে নিয়ে শুরু হয় এই সমিতির সুচনা। তারপর কেটে যায় ১০ বছর, অনেক সদস্য হয়, সুনাম ছড়িয়ে পরে দূর দূরান্তে। 

দ্বিতীয় সংস্করণঃ
সকলের চাহিদায় আরও বড় পরিসরে শুরু করতে হয় নতুন ভাবে, এবারের আয়োজন আগের চে অনেক বড় পরিসরে শুরু হয় ২০২০ সালে। প্রায় শতাধিক শেয়ার নিয়ে যাত্রা চলছে দ্বিতীয় সংস্করণের।

তৃতীয় সংস্করণঃ
চলে গেল দু বছর, হাজার হাজার সদস্য আবেদন করছে সমিতিতে শেয়ার নিবে কিন্তু আমরা শেয়ার দিতে পারছি না।

সমস্যা দেখা দেয় দুটি,
ক. ম্যানেজমেন্ট জটিলতা,
খ. পিছনের সকল সঞ্চয় দিয়ে শরিক হওয়া,

এ দুটি সমস্যার সমাধান দিতে নতুন সংস্করণের যাত্রা শুরু হয়। তবে এবারের সংস্করণ পুরো ব্যাংকের মতো অর্থাৎ এতে ব্যাংকের প্রায় সকল সুবিধা থাকছে ইনশাআল্লাহ। তাই এর নাম ও ম্যানেজমেন্ট সব কিছু আলাদা করতে হয়।

নামকরণঃ
আমাদের তৃতীয় সংস্করণের নাম দেয়া হয় “আল আমানাহ -Al Amanah”। যেতেতু আমাদের সুনামের সবচে বড় অংশ বহন করে আমাদের আমানতদারীতা সেজন্য আমরা আমানতদারীতার বিষয়টি কে রিপ্রেজেন্ট করতে আমানাহ শব্দনি নামের অংশে রেখেছি। আশা করি এ নাম আমাদের কে সর্বদা মনে করিয়ে দেবে  যে আমরা উম্মতের বিশাল এক সেবা দায়িত্ব কাধে নিয়েছি যা যথাযথ আমানতদারীতার সাথে পালন  করতে হবে।

0 s
সর্বমোট শেয়ার
0 m
প্রতিষ্ঠানের বয়স
0 k
ট্রানজেকশন
0 p
কাস্টমার

আমাদের দায়িত্বশীলগণ

মুফতি আব্দুল্লাহ আল মামুন

চীফ ইনচার্জ

মুফতি আলমগীর আমির

ম্যানেজিং ডিরেক্টর

মুফতি জাহিদুল ইসলাম​

একাউনট্যান্ট​

মুফতি মাহবুবুর রহমান​

আইটি এক্সিকিউটিভ​

আমাদের ভিশন ও মিশন

আমাদের লক্ষ

আল্লাহ যদি চান তাহলে আমাগী ২০৩৩ সালের মাঝে ১০ বছরে আমরা করতে চাচ্ছি,
>> ১০ টি দশ তলা বিশিষ্ট এপার্টমেন্ট / বসস্থান ব্যবস্থাপনা।
>> ৬৪ জেলায় দ্বীনি পরিবেশে নিজস্ব শিক্ষা ব্যবস্থা,
>> ৬৪ জেলায় দ্বীনি পরিবেশে নিজস্ব চিকিৎসা ব্যবস্থা,
>> ৬৪ জেলায় দ্বীনি পরিবেশে সুপার শর্পি মল ব্যবস্থাপনা। আল্লাহর সাহায্য ছাড়া কোন কিছুই সম্ভব না। আমাদের পক্ষ থেকে সকল প্রকার চেষ্ঠা করে যাবো, বাস্তবায়ের মালিক আল্লাহ তাআলা।

আমাদের উদ্দেশ্য

আমাদের একমাত্র লক্ষ হলো, দ্বীনি পরিবেশে অর্থ আদান প্রদান করা। যেন আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানী করে কেউ ব্যবসার মতো পবিত্র সুন্নত শুরু না করে। সুন্নত পন্থায় ব্যবসার ব্যাপকতা বাড়ানো। সুদ কে না বলা। জাকাত প্রদান নিশ্চিত করণ।

স্থায়ী কমিটি

সমিতি পরিচালনায় যারা ২০১০ সাল হতে ভূমিকা রেখে আসছেন

মুফতি আব্দুল্লাহ আল মামুন

হাদিসের শিক্ষক

ঠিকানাঃ
বর্তমান ঠিকানা: নবীনগর, সাভার, ঢাকা। স্থায়ী ঠিকানা: শিবচর, মাদারীপুর।

শিক্ষাঃ
হাফেজ: বাইপেল সাভার হতে, মাওলানা: বসুন্ধরা রিসার্চ সেন্টার হতে, মুফতি: বসুন্ধরা রিসার্চ সেন্টার হতে।

কর্মজীবনঃ
মাদারীপুর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে মুদাররিস হিসেবে আছেন।

মুফতি মাহবুব আলম

শিক্ষক

ঠিকানাঃ
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা। স্থায়ী ঠিকানা: পঞ্চগড়।

শিক্ষাঃ
হাফেজ: বাইপেল সাভার হতে, মাওলানা: দারুল উলুম হাটহাজারী হতে, মুফতি: বারিদারা হতে।

কর্মজীবনঃ
বাইপেল মাদ্রাসা সহ চার বছর শিক্ষকার পর বর্তমানে ব্যবসায় নিয়জিত।

মুফতি আব্দুর রউফ

ব্যবসায়ী

ঠিকানাঃ
সাটুরিয়া, মানিকগঞ্জ

শিক্ষাঃ
মাওলানা: দারুল উলুম হাটহাজারী হতে, মুফতি: বারিদারা হতে।

কর্মজীবনঃ
দীর্ঘ দুই বছর কিতাব বিভাগে শিক্ষকতা করার পর বর্তমানে ব্যবসায় কর্মরত আছেন।

মুফতি জাহিদুল ইসলাম

ইমাম ও খতিব, শিক্ষক, প্রতিষ্ঠাতা পরিচালক

ঠিকানাঃ
ধামরাই, ঢাকা

শিক্ষাঃ
হাফেজ: আনন্দপুর সাভার মাদ্রাসা হতে, মাওলানা: দারুল উলুম হাটহাজারী হতে, মুফতি: বারিদারা হতে।

কর্মজীবনঃ
মসজিদের ইমাম ও খতিব। একটি মাদ্রাসার শিক্ষক এবং নিজস্ব একটি নূরানী প্রতিষ্ঠানের পরিচালক। 

মুফতি আলমগীর আমির

প্রিন্সিপাল ও পরিচালক

ঠিকানাঃ
বর্তমান ঠিকানা টঙ্গী বাজার। স্থায়ী ঠিকানা: ভালুকা, ময়মনসিংহ।

শিক্ষাঃ
মাওলানা: দারুল উলুম হাটহাজারী হতে, মুফতি: দারুল উলুম হাটহাজারী হতে।

কর্মজীবনঃ
প্রিন্সিপাল, দারুল ঈমান টঙ্গী শাখা ও পরিচলাক, মদিনাতুল উলুম মাদ্রাসা, ভালুকা। 

মুফতি রাকিবুল ইসলাম

শিক্ষক

ঠিকানাঃ
স্থায়ী ঠিকানা: মির্জাপুর, টাঙ্গাইল।

শিক্ষাঃ
মাওলানা: দারুল উলুম হাটহাজারী হতে, মুফতি: দারুল উলুম হাটহাজারী হতে।

কর্মজীবনঃ
ময়মনসিংহ সদরে আরবী শিক্ষক ও আইটি এক্সিকিউটিভ, ব্যবসায়ী, নিজস্ব নূরানী প্রতিষ্ঠানের পরিচলাক।

মোমেনুল হাাসান খান

ব্যবসায়ী

ঠিকানাঃ
স্থায়ী ঠিকানা: ভালুকা, ময়মনসিংহ।

শিক্ষাঃ
ইন্টার: ভালুকা হতে।

কর্মজীবনঃ
২০২০ সালে লেখাপড়া শেষ করার পর ফিশারী ও পোল্ট্রীর ব্যবসায় নিয়জিত আছে।