Skip to content

স্বচ্ছল আগামী গড়তে দ্বীনদারদের সাহস ও শক্তি!

আমানাহ পরিবারে আপনাদের স্বাগতম

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

উপরের বাক্সে নাম লিখুন আর হিসাব দেখুন

আমরা কি করি?

আমাদের ব্যবসায়িক সেবা সমূহ

মুজারাবা

আঃ মজিদ মিয়ার বয়স ৭৩ বছর। ছেলে সন্তানহীন জীবনে এই বয়সে ঘরে বসে বসে খাওয়ার কোন বিকল্প নেই। পেনশনের টাকা দিয়ে কি করা যায় বহু খোজেও কোন হালাল পন্থা না পেয়ে হতাশ! ঠিক সেই সময় উনার সাথে সাক্ষাত হয় কিছু যুগান্তকারী যুবকের সাথে। যারা উনার টাকায় শ্রম দিয়ে লভ্যাংশ ভাগ করে ব্যবসা করতে প্রস্তুত। আজকে প্রতি মাসে ঘরে বসে ২০ থেকে ৪০ হাজার টাকা বুঝে নিচ্ছেন আব্দুল মজিদ মিয়া।

মুশারাকা

আমাদের আব্দুল করীম চাচা চায়ের ব্যবসা করে প্রায় দুই যুগ হলো। উনার চা এই এলাকার সেরা চা তাতে কোন সন্দেহ নেই। কিন্তু উল্লেখযোগ্য ইনকাম নেই বললেই চলে কারণ সেই একযুগ পূর্বের ডেকুরেশন ও পরিবেশের কারণে অনেকেই ইতস্ত করে! এই সমস্যার সমাধান করল একদল যুকব। নিজেদের টাকা ও ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে মানসম্মত একটি দোকানে পরিনত করল দোকানটি। সাথে সাথে তাদের থেকে একজন লোক সেখানে শ্রম দিয়ে দেখাশুনা শুরু করলো নিয়মিত। আলহামদুলিল্লাহ এখন অর্ধেক শেয়ারেও মাসে প্রায় লাখ টাকা আয় হচ্ছে করীম চাচার।

মুরাবাহা

ফয়জু ভাই চাকরি করেন একটি প্রাইভেট কোম্পানীতে। দেশের বাড়ীতে কিছু জমিন কিনবে ভাবছে। দেড় লক্ষ টাকার দরকার। উনি মাসে ৩০ হাজার বেতন পায়। পরিবারের সকল খরচের পর প্রতি মাসে দশ-বারো হাজার ভালোই থেকে যায়। কিন্তু এই টাকা দিয়ে কি আর এক সাথে কিছু করা যায়? তাই সহযোগীতা নিলো একদল যুবকের যারা উনাকে দেড় লক্ষ টাকা দিয়ে জমি কিনে তারপর উনার কাছে এক লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করে দিলেন, যা উনি আস্তে আস্তে পরিশোধ করবেন। বেশ খুশি ফয়জু ভাই। এবার উনি জমিনের মালিক।

আমাদের কার্যক্রম

ফটো গ্যালারী

আমাদের সকল সদস্যদের কে দেখুন

সমিতি সম্পর্কে

একটি বিপ্লব! একটি সাহসিকতা! একটি ইসলামাইজড সমাজ গড়ার আকাশচুম্বী স্বপ্ন বুকে লালন করে যাত্রা চলছে “আল আমানাহ” সমিতির।

আজকের সমাজে অর্থায়নের বহু মাধ্যম রয়েছে তাতে কোন সন্দেহ নেই। কিন্তু মান সম্মত ইসলামিক ব্যবস্থাপনা খুজে পাওয়া মুশকিল। সুশীলতার নামে ধর্ম বর্জনের যাদের নিত্য দিনের কাজ তাদের সাথে আর্থিক পাল্লা না দিয়ে তাদের কে হুজুর হুজুর করে চললে এমন হবে, এটাই স্বাভাবিক।

কিন্তু আর কত দিন? এখনো কি সময় হয়নি ঘুরে দাড়ানোর? এখনো কি সময় হয়নি সকল আধুনিক ব্যবস্থাপনার ইসলামিক ভার্শন করার? এখনো কি সময় হয় নি টুপি দাড়িওয়ালাদের কে চাকরীচ্যুত করে দেয়ার দাত ভাঙ্গা জবাব দেয়ার?
হ্যা এখনি সময়! 

আমাদের কাজ আমরা করে যাচ্ছি, বাকিটা আপনার দায়িত্ব!

আপনার যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

আমাদের কাছে বার্তা পাঠান

আপনা যে কোন প্রয়োজন যেমন ব্যবসায়িক আইডিয়া বা ব্যবসার ক্ষেত্রে ফাইনান্সিয়াল সাপোর্ট বা যে কোন পরামর্শ দেয়ার জন্য পাশে থাকা বক্সে প্রথমে নিজের নাম, মেইল, ফোন নম্বর ও আপনার কথাটি লিখে পাঠিয়ে দিন।

ধন্যবাদ।।

এখন-ই যোগাযোগ করুন!

আপনার ব্যবসায়ী আইডিয়া ও প্রস্তাব শেয়ার করতে ক্লিক করুন

আপনার স্বক্রীয়তা আমাদের কাজে প্রান জোগায়