এই মাস থেকে সমিতির লেন-দেনের আপডেট নিয়মিত সকলের ফোন নাম্বারে পাঠিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকেই পেয়ে গেছেন আশা করি। যে ফর্মেটে লিখা থাকবে বার্তাটি,
Tallykhata.দিলাম ০০ (সর্বশেষ দেওয়া টাকার পরিমান)-মােট বাকি ০০ (বাকীর পরিমাণ)-মুনাজ্জামাতুল আমাদিক্বা০১৩০২ ৯৯৫৮২৮From:Tallykhata
কোন সমস্যা মনে হলে সাথে সাথে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন।এটা করার কারণ হলো যেন ফেইসবুক খোলে দেখার ঝামেলা করতে না হয়, নেট ছাড়াই যেন নিশ্চিত হওয়া যায় যে টাকা আসছে।এই জন্য প্রয়োজন আপনাদের সঠিক নাম্বারটি।প্রায় সবার নাম্বারই আছে আমার কাছে সেই অনুযায়ী আমি আপডেট জানাতে থাকবো। তবুও ভালো হয় দয়া করে আপনার বর্তমান নাম্বারটি কমেন্টে লিখে দিন যেটা তে আমরা লেন-দেনের আপডেট পাঠাবো। ধন্যবাদ।।