আল-আমানাহ সমবায় সমিতি একটি আর্থ সামাজিক অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য, অর্থ সঞ্চয় ও পরিচালনা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ্য এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। স্থানীয় এলাকার তরুন ওলামা সমাজ ও দ্বীনদার ধার্মিক মুসলমানগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য আলাপ আলোচনার মাধ্যমে আল-আমানাহ সমবায় সমিতি নামে একটি সমবায় সমিতি গঠন করে
সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ চলার জন্য এর একটি সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন হয়ে পড়ে, সে লক্ষে সমিতির সূচনালগ্নের সকল সদস্যগণ নিমোক্ত ধারা/নিয়ম/সংবিধান প্রনয়ণ করেন।
১। সমিতির নাম “আল-আমানাহ সমবায় সমিতি”।
২। সমিতির প্রতিটি শেয়ারের মাসিক সঞ্চয় ৫০০ টাকায় নির্ধারণ করা হয়।
৩। একজন সদস্য সর্বোচ্চ ৩০ টি শেয়ার গ্রহন করতে পারবে।
৪। একজন সদস্যের জন্য সমিতির মেয়াদকাল হবে নিম্নে ৩ বছর সর্বোচ্চ ৫ বছর। যে কোন সদস্য বছরের প্রথম মাস জানুয়ারী থেকে শুরু করে প্রতি তিন মাস অন্তর অন্তর সমিতিতে সদস্যপদ গ্রহন করতে পারবে। সদস্য হওয়ার সময় তাকে মেয়াদ ও প্রতি মাসের সঞ্চয় নির্ধারণ করতে হবে।
৫। যে কোন সদস্য প্রতি তিন মাস অন্তর অন্তর সমিতিতে যুক্ত হতে পারবেন। কারণ আমাদের লভ্যাংশের হিসাব হয়ে থাকে প্রতি তিন মাসে। সুতরাং, যে মাসে যার যত টাকা জমা আছে সে মাসে সে তত টাকার লভ্যাংশ পাবে।
৬। প্রত্যেক সদস্যকে ইংরেজী মাসের ০১ থেকে ১০ তারিখের যার যার নির্ধারিত সঞ্চয় সমিতির ফান্ডে জমা দিতে হবে। ১০ তারিখের উর্দ্ধে ৩য় মাস পর্যন্ত সময় ক্ষেপন করলে অপরাধ বলে বিবেচিত হবে ও সভাপতি সাহেবের সাথে যোগযোগ করতে হবে। ৬ মাস পর্যন্ত লাগাতার কোন সদস্য সঞ্চয় দিতে অক্ষম হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে।
৭। বাতিলকৃত সদস্যের সঞ্চয়কৃত টাকা ও টাকার উপর যে লাভ হয়েছে তা সে পরিপূর্ণ পাবে।
৮। বাতিলকৃত সদস্যের সঞ্চিত টাকা ও তার লভ্যাংশ উত্তোলনের জন্য সদস্য বাতিল হওয়ার পর থেকে পূর্ণ তিন মাস অপেক্ষা করতে হবে। এই সময়ের মাঝে কোন সদস্য সঞ্চয়কৃত টাকা উত্তোলন করার জন্য কোন প্রকার সামাজিক ও আইনি তদবির করতে পারবেনা।
৯। সমিতিতে কমিটির দুটি স্তর থাকবে,
(ক) নিম্নস্তর কমিটি, (খ) উচ্চ স্তর কমিটি,
(ক) নিম্নস্তর কমিটি: সকল সদস্যগণ এই প্রকারের বিবেচিত হবেন। তারা উচ্চস্তর কে সমিতির পরিচালনায় সাহায্য করবেন। (খ) উচ্চস্তর: কমিটি সমিতির পাঁচ এর এক অংশ এর সদস্য হবেন। তারা নির্বাচিত হবেন নিম্নস্তর সদস্যদের মাধ্যমে।
উচ্চ স্তরের সদস্য থেকে।
ক. সভাপতি/চেয়ারম্যান খ. সহ সভাপতি/ভাইস চেয়ারম্যান গ. সাধারণ সম্পাদক
ঘ. যুগ্নসাধারণ সম্পাদক ঙ. কোষাধ্যক্ষ চ. সহকারী কোষাধ্যক্ষ
ছ. পরিদর্শক জ. সহ পরিদর্শক ঝ. দপ্তর সম্পাদক
ঞ. প্রচার সম্পাদক নির্বাচিত হবেন।
১০। পরিদর্শকের কাছে সমিতির সকল সদস্য স্বচ্ছতা, সত্যতা ও ন্যায় পরায়ণতার জন্য জবাব দিহিতা করতে বাধ্য থাকবেন।
১১। সমিতির মোট তিনটি বিভাগ থাকবে-
(ক) পরিচালনা বিভাগ, (খ) মাসিক সঞ্চয় বিভাগ, (গ) বিনিয়োগ ও কিস্তি বিভাগ, প্রতিটি বিভাগ আলাদা করে পরিচালনা করা হবে।
১২। সমিতির সদস্য পদ লাভের জন্য নিজস্ব ফরমে আবেদনপূর্বক ভর্তি হতে হবে এবং ফরম বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে। যা প্রাথমিক খরচ ফান্ডে জমা থাকবে।
১৩। সমিতির মূল ভিত্তি হলো লাভ লোকসানের সমতা বন্টন, অর্থাৎ লাভের যেমন ভাগ পাবে ঠিক তেমনি লসেরও ভাগ নিতে হবে।
১৪। আল-আমানাহ সমিতির সকল ফান্ডের অর্থ সুরক্ষিত করার জন্য ব্যাংকে চলতি হিসাব একাউন্টে জমা রাখা হবে।
১৫। সমিতির যে কোন প্রয়োজনে পরিচালনা কমিটি যদি নিম্নস্তরের সদস্যকে আহব্বান করে কিংবা মিটিং এর ডাক দেন তাহলে প্রত্যেক সদস্যের উপস্থিতি একান্তভাবে কাম্য।
১৬। পরিচালনা কমিটির মাধ্যমে গৃহীত সকল সিদ্ধান্ত সর্বোসম্মত কার্যকর বলে বিবেচিত হবে।
১৭। সমিতির যে কোন পদের সদস্য থেকে সংবিধানে প্রণীত নীতিমালার পরিপন্থী কোন কাজ প্রকাশ পেলে তাকে সাময়িক বাতিল কিংবা স্থায়ী বাতিলসহ যেকোন ধরণের সিদ্ধান্ত গ্রহন করার অধিকার রাখবে সমিতি কর্তৃপক্ষ।
এছাড়াও নতুন কোন সমস্যা দেখা দিলে বিভাগীয় পরিচালনা কমিটি সভা আহব্বান করে সকল বিভাগের মতামতের ভিত্তিতে সমাধান দিতে পারবেন। তবে 60% এর অধিক সমর্থন থাকতে হবে।