Skip to content
Home » Blog » সাধারণ ঋণ

সাধারণ ঋণ

মানব জীবনে চলার পথে সুখের সাথে সাথে সময়ে অসময়ে চলে আসে দুঃখ-কষ্ট। বিশেষ করে পরিবারের দায়িত্বশীলগণ এই বিষয়গুলো নিয়মিত অনুভব করেন। পারিবারিক সমস্যার অন্যতম হলো আর্থিক সমস্যা। আর্থিক স্বচ্ছলতা না থাকলে পরিবারে, সমাজে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

আমাদের এই সেবাটি আর্থিক সমস্যার স্থানী সমাধান করতে না পারলেও সাময়িক ভাবে সহযোগীতা করবে ইনশাআল্লাহ। বর্তমানে সুদের এই যুগে কারো থেকে বিনা লাভে ধার বা কর্য পাওয়া বিশাল এক সেবা। তাই আমরা মনে করি এর দ্বারা আমাদের এই সংগঠন দুনিয়াবি ও পরকালীন লাভের ভাগী হবে ইনশাআল্লাহ।

সাধারণ ঋণ – পরিচিতি

এই সেবার মূল লক্ষ হলো ক্ষুদ্র পরিসরে আর্থিক ঋণ দেয়া। যার নির্ধারিত একটি পরিমাণ ও মেয়াদ থাকবে। সেই মেয়াদের ভিতরে টাকা পরিশোধ করে দিবে। এই সেবা প্রতি ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ একবার নিতে পারবে।

টাকা নেয়ার পদ্ধতিঃ (১)সমিতির পক্ষ থেকে নির্ধারিত একজন ঋণদাতা থাকবেন। উনার সাথে যোগাযোগ করে টাকা চাইবেন। (২) প্রথমবার আপনাকে একটি নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। যতবার টাকা চাইবেন সব সময় ওই নাম্বার দিয়েই কল করে টাকা চাইতে হবে। এর দ্বারা আমরা অনাকাঙ্ক্ষিত কল থেকে বাচতে পারব। তারপর সময় মতো টাকা জমা দিয়ে দিবেন উনার কাছেই।

নীতিমালাঃ

১. এক ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ একবার এই সেবা গ্রহণ করা যাবে।
২. ঋণের জন্য নির্ধারিত একটি আলাদা ফান্ড থাকবে, এই ফান্ডের সাথে মূল ফান্ডের কোন সম্পর্ক থাকবে না, যদি ঋণের ফান্ড ফাকা হয়ে যায় তাহলে ঋণ দেয়া বন্ধ হয়ে যাবে, মূল ফান্ডে টাকা থাকুক বা না থাকুক।
৩. টাকা দেয়ার দিন থেকে এক মাস পর্যন্ত মেয়াদ থাকবে, এর ভিতরে টাকা পরিশোধ করতে হবে।
৪. আপাতত ঋণের সর্বোচ্চ পরিমাণ ২,০০০/- টাকা।(এই পরিমাণ সমিতির বয়সের সাথে আস্তে আস্তে বাড়তে থাকবে।)
৫. অযথা কেউ ঋণ নিবেন না দয়া করে; এর দ্বারা যাদের আসলেই দরকার তারা বঞ্চিত হবে।
৬. অবশ্যই নিজের প্রয়োজন হতে হবে, বন্ধু বা অন্যের প্রয়োজনে ঋণ না নিতে অনুরোধ করা হচ্ছে।
৭. ঋণের টাকা গ্রহণ ও প্রদানের খরচ অবশ্যই ঋণ গ্রহীতাকে বহন করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য-

১। নামঃ সাধারণ ঋণ,
২। ২০২১/২২ সালের সর্বোচ্চ পরিমানঃ ২,০০০/- টাকা,
৩। ২০২১/২২ সালের পূর্ণ ফান্ডঃ ২০,০০০/- টাকা,
৪। মেয়াদঃ ১ মাস,
৫। নির্ধারিত ঋণ দাতার নামঃ মুফতি রাকিবুল ইসলাম,
৬। একজন সদস্য এক ক্যালেন্ডার মাসে সর্বোচ্চ একবার এই সেবা গ্রহণ করতে পারবে।

** এই সেবাটি চালু হবে আগামী পহেলা জানুয়ারি ২০২২ সাল থেকে ইনশাআল্লাহ।

আশা করি এর দ্বারা আমাদের জীবন চলা কিছুটা হলেও সহজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা সবাইকে সহজ স্বচ্ছ জীবন-যাপন করার তাওফিক দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *